Monday, January 12, 2009

সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সংগ্রাম সিংহ



সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সংগ্রাম সিংহ

দৈনিক যুগান্তরের রিপোর্ট


যুগান্তরের সিনিয়র রিপোর্টার সংগ্রাম সিংহকে ছাত্রদল ক্যাডাররা অপহরণ করে নিয়ে পিটিয়ে আহত করেছে। সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত সংগ্রাম সিংহকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টায় নগরীর চালিবন্দর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর সংগ্রাম সিংহের সহকর্মী সাংবাদিকরা তাকে উদ্ধার করেন। এ ঘটনায় সিলেটের সাংবাদিকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। জানা গেছে, গতকাল সন্ধ্যায় চালিবন্দরের বাসা থেকে সংগ্রাম সিংহ জিন্দাবাজারের নেহার ম্যানশনের যুগান্তর কার্যালয়ে আসছিলেন। তিব্বিয়া কলেজের সামনে আসা মাত্র ছাত্রদলের চিন্হতি ক্যাডার ফাহমি, মাসুম, শরীফ ও বাবলু তার গতিরোধ করে। এক পর্যায়ে সংগ্রাম সিংহকে অপহরণ করে নিয়ে যায় এবং বেদম মারধর করে। খবর পেয়ে তার সহকর্মী সাংবাদিকরা চালিবন্দর এলাকায় গিয়ে সাংবাদিক সংগ্রাম সিংহকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ ব্যাপারে যুগান্তরের সিলেট ব্যুরো প্রধান রেজওয়ান আহমদ জানান, সংবাদ সংক্রান্ত বিষয়ে সাংবাদিক সংগ্রাম সিংহের ওপর হামলা করেছে ক্যাডাররা। গত কয়েকদিন ধরে সন্ত্রাসীরা তাকে মোবাইল ফোনে হুমকি দিচ্ছিল। সন্ত্রাসীরা তার মোবাইল ফোন ও মানিব্যাগে থাকা ১০ হাজার ৩শ’ টাকা নিয়ে গেছে। রাত ৯টা পর্যন্ত এ ব্যাপারে সিলেট কোতোয়ালি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।



ছাত্রদল ক্যাডারদের হামলায় যুগান্তর রিপোর্টার আহত
ভোরের কাগজ | জানুয়ারি ১০, ২০০৯, শনিবার : পৌষ ১৩, ১৪১৫

সিলেট অফিস : দৈনিক যুগান্তরের সিনিয়র রিপোর্টার ও ইটিভির সিলেট প্রতিনিধি সংগ্রাম সিংহকে ছাত্রদল ক্যাডাররা অপহরন করে নিয়ে পিটিয়ে আহত করেছে। সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত সংগ্রাম সিংহকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭ টায় নগরীর চালিবন্দর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর সংগ্রাম সিংহের সহকর্মী সাংবাদিকরা তাকে উদ্ধার করেন। এ ঘটনায় সিলেটের সাংবাদিকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
গতকাল সন্ধ্যায় চালিবন্দরের বাসা থেকে সংগ্রাম সিংহ জিন্দাবাজারের নেহার ম্যানশনে যুগান্তর কার্যালয়ে আসছিলেন। তিব্বিয়া কলেজের সামনে আসামাত্র ছাত্রদল ক্যাডার ফাহমি, মাসুম, শরীফ ও বাবলু তার গতিরোধ করে। এক পর্যায়ে সংগ্রাম সিংহকে অপহরন করে তারা অজ্ঞাত স্থানে নিয়ে যায় এবং বেদম মারধর করে। খবর পেয়ে তার সহকর্মী সাংবাদিকরা চালিবন্দর এলাকায় গিয়ে সাংবাদিক সংগ্রাম সিংহকে উদ্ধার করে নিয়ে আসেন। পরে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে যুগান্তরের সিলেট ব্যুরো প্রধান রেজওয়ান আহমদ জানান, সংবাদ সংক্রান্ত বিষয়ে সাংবাদিক সংগ্রাম সিংহের ওপর হামলা করেছে ক্যাডাররা। সন্ত্রাসীরা তার মোবাইল ফোন ও মানিব্যাগে থাকা ১০ হাজার ৩০০ টাকা নিয়ে গেছে।


1 comment:

  1. This is one of the inhuman treatment ever done to the reporter like Sangram Singh, nothing can be gained by this barbarian act. Get well soon Sangram...
    Malay Sinha

    ReplyDelete