Monday, January 12, 2009

সাংবাদিক সংগ্রাম সিংহকে অপহরণের মামলায় পুলিশের রহস্যজনক প্রতিবাদে মন্ত্রীদের খবর বয়কট করবে টেলিভিশন সাংবাদিকরা


সাংবাদিক সংগ্রাম সিংহকে অপহরণ, নির্যাতন,মোবাইল ফোন এবং টাকা লুটের মামলায় আসামীদের গ্রেফতারে পুলিশের রহস্য জনক ভুমিকার প্রতিবাদে বর্তমান সরকারের মন্ত্রী পরিষদের কোন সদস্য আগামীতে সিলেটে আসলে একদিনের জন্য সে খবর বয়কট করবে সিলেটে কর্মরত সকল টেলিভিশন চ্যানেলের সাংবাদিকরা। গতকাল শনিবার সন্ধ্যা ৭টায় এটিএন বাংলার সিলেট অফিসে ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের নেতৃত্বে এক জরুরী সভায় সিলেটের টেলিভিশন সাংবাদিকরা এ সিদ্ধান্ত গ্রহন করেন। সভায় গৃহীত অন্য সিদ্ধান্ত গুলোর মধ্যে সংগ্রাম সিংহকে অপহরণ করে নিয়ে নির্যাতন ও মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেয়ার ঘটনায় নিন্দা ও উদ্বেগ প্রকাশ করা হয়। এর সাথে হামলাকারী ফাহমির পিতা মাওলানা আব্দুর রকিব এই হামলার ঘটনার পর তার ছেলে সহ অন্য আসামীরা মেয়র বদর উদ্দিন আহমদ কামরানে বাসায় অবস্থানের কথা সাংবাদিকদের কাছে গর্ব করে বলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়। সভায় সভাপতিত্ব করেন ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মঈনুল হক বুলবুল। এতে আরো বক্তব্য রাখেন, বাংলা টিভি ইউকে এর ব্যুরো প্রধান আব্দুল মালিক জাকা,বিটিভির সিলেট প্রতিনিধি মো. ফয়জুর রহমান, এটিএন বাংলার স্টাফ রিপোর্টার শাহ মুজিবুর রহমান জকন, বাংলা ভিশনের প্রতিনিধি এমদাদ হোসেন চৌধুরী দিপু,দেশ টিভির প্রতিনিধি বাপ্পা ঘোষ চৌধুরী, চ্যানেল ওয়ানের রিপোর্টার মাহবুবুর রহমান রিপন, বৈশাখী টেলিভিশনের স্টাফ রিপোর্টার শাহাব উদ্দিন শিহাব,বিটিভির ক্যামেরাম্যান শ্রী দিগেন সিংহ, চ্যানেল ওয়ানে ক্যামেরাম্যান এস সুটন সিংহ,বৈশাখী টেলিভিশনের ক্যামেরাম্যান বদরুর রহমান বাবর, দিগন্ত টেলিভিশনের ক্যামেরাম্যান হোসেন শাহীদ, বাংলা টিভির ক্যামেরাম্যান আলমগীর। এছাড়া ইমজার গৃহীত সিদ্ধান্তে প্রতি একাত্বতা প্রকাশ করেছেন ইএনজি ক্যামেরাম্যান এসোসিয়েশন সিলেট।

No comments:

Post a Comment