Monday, January 12, 2009

জাতীয় পত্রিকা ও সংবাদ সংস্থার সাংবাদিকদের জরুরী সভা। সাংবাদিক সংগ্রাম সিংহের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

দৈনিক যুগান্তরের সিনিয়র রিপোর্টার ও ইটিভির সিলেট প্রতিনিধি সংগ্রাম সিংহের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে জাতীয় দৈনিক পত্রিকা এবং জাতীয় সংবাদ সংস্থা সমূহের সিলেটে কর্মরত সাংবাদিকদের এক সভা গতকাল শনিবার রাত ৮টায় অনুষ্ঠিত হয়। নগরীর জিন্দাবাজারের নেহার মাকেটস্থ দৈনিক ইনকিলাব সিলেট অফিসে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক দৈনিক নিউ নেশনের সিলেট প্রতিনিধি মো. বশির উদ্দিন। সভায় সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে হামলার সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার না করায় পুলিশ প্রশাসনের প্রতি ােভ প্রকাশ করা হয়।সভায় বক্তারা বলেন, সাংবাদিক সংগ্রাম সিংহের উপর হামলার দুইদিন অতিবাহিত হওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হয়নি। পুলিশের এ আচরণ দুঃখজনক। সভায় অনতিবিলম্বে সন্ত্রাসী ও তাদের মদদদাতাদের গ্রেপ্তার করার জোর দাবি জানানো হয়। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণার হুশিয়ারি উচ্চারণ করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে আজ রোববার সকালে সিলেট প্রেসকাবের পূর্ব নির্ধারিত জরুরি সভা শেষে প্রেসকাব চত্বর থেকে একটি বিােভ মিছিল বের করার সিদ্ধান্ত হয়। মিছিল শেষে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। সভায় উপস্থিত ছিলেন, দি নিউজ টুডের মহিউদ্দিন শীরু, জনকন্ঠের সালাম মশরুর, দিনকালের হারিস মোহাম্মদ, বাংলাবাজারের আ ফ ম সাঈদ, নিউ এইজের মনিরুজ্জামান মনির, ইউএনবির মোহাম্মদ মহসিন, যুগান্তরের রেজওয়ান আহমদ, ইনকিলাবের আবদুল মুকিত, ইত্তেফাকের ফখরুল ইসলাম ও মঈন উদ্দিন, সমকালের চয়ন চৌধুরী, ফয়সল আহমদ বাবলু ও মুকিত রহমানী, যায়যায়দিনের সিরাজুল ইসলাম, নয়াদিগন্তের আফতাব উদ্দিন, দেশবাংলার শরীফ আহমদ, দৈনিক সংগ্রামের কবির আহমদ, যুগভেরীর অপূর্ব শর্ম্মা, দৈনিক জনতার কামাল উদ্দিন আহমদ, ভোরের কাগজের বিনায়ক শুভ, দৈনিক বাংলাদেশ সময়ের নেহার রঞ্জন পুরকায়স্থ, প্রথম আলোর সুমনকুমার দাশ, দৈনিক খবরের খলিলুর রহমান, নিউজ টুডের ফারুক আহমদ, ফোকাস বাংলার শেখ নাসির ও শাহ দিদার আলম নবেল, আমার দেশের ইকবাল মাহমুদ, দি এডিটরের দিপু সিদ্দিকী, সবুজ সিলেটের মনোয়ার জাহান চৌধুরী, দৈনিক ডেসটিনির আনন্দ সরকার, দৈনিক শক্তির সুধেন্দু দেব রায় বাবুল প্রমুখ।সভায় উপস্থিত সাংবাদিকদের মতামতের ভিত্তিতে জাতীয় পত্রিকা এবং সংবাদ সংস্থায় কর্মরত সাংবাদিকদের একটি ফোরাম গঠনের ল্েয দৈনিক ইনকিলাবের অফিস প্রধান আবদুল মুকিতকে সমন্বয়ক করে একটি কমিটি করা হয়।

No comments:

Post a Comment