Saturday, January 24, 2009

সিলেটে সাংবাদিক সংগ্রাম সিংহ অপহরণ | ঘটনার মূলহোতা বাবলুসহ ক|উকে গ্রেফতার করতে পারেনি পুলিশ

সিলেটে সাংবাদিক সংগ্রাম সিংহ অপহরণ ঘটনার ৫ দিন অতিবাহিত হলেও ঘটনার মূলহোতা বাবলু ও তার সহযোগীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। তারা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের পাচ্ছেনা। দুর্বৃত্তদের ভয়ে সাংবাদিক সংগ্রাম সিংহ পরবিার নিয়ে বাসায় ফিরতে পারছেনা। তারা প্রতিনিয়ত সংগ্রামের চালিবন্দরের বাসায় গিয়ে তাকে খোঁজছে। এদিকে এই ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য একটি প্রভাবশালী মহল নানান তৎপরতা ও অপপ্রচার চালিয়ে যাচ্ছে। পুলিশ পরিস্থিতি শান্ত করার জন্য দুইজনকে গ্রেফতার করলেও অপহরণ ও নির্যাতনের মূলহোতারা রয়েছে এখনও ধরাছোঁয়ার বাইরে। পুলিশের রহস্যজনক ভূমিকায় সিলেটের সাংবাদিকসহ সকল মহলে ােভের সঞ্চার হয়েছে। সিলেট প্রেসকাবসহ জেলার বিভিন্ন উপজেলা প্রেসকাবের সাংবাদিকরা আসামিদের গ্রেফতারের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করলেও স্থানীয় পুলিশ বিষয়টি আমলে নিচ্ছে না। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন একই দাবিতে সোচ্চার রয়েছেন। সিলেট জেলা জাসদের সভাপতি আলহাজ্ব কলন্দর আলী ও সাধারণ সম্পাদক লোকমান আহমদ এক বিবৃতিতে অবিলম্বে সাংবাদিক সংগ্রাম সিংহকে অপহরণ ও নির্যাতনকারী গ্রেফতারের দাবি জানিয়েছেন।
এ ঘটনায় গত শুক্রবার রাতে মামলা দায়েরের পর পুলিশ সোমবার রাতে সোহেল ও সেলিম নামের দু’জনকে গ্রেফতার করে। ঘটনার পর থেকে অপহরক চক্রের মূলহোতা বাবলুসহ তার সহযোগী দুর্বৃত্তদের বাঁচাতে তৎপর হয়ে উঠেছে একটি মহল। তারা অপহরকদের গ্রেফতার না করে তড়িঘড়ি করে মামলার নিষ্পত্তি করতে পুলিশের উপর চাপ সৃষ্টি করে চলেছে। অপরদিকে, অপহরক চক্রের আশ্রয়দাতা বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি চারদলীয় জোট নেতা মাওলানা আব্দুর রকিব অ্যাডভোকেট সাংবাদিকদের বিরুদ্ধে পাল্টা আইনগত ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছেন। গত ১১ জানুয়ারি স্বারিত এক প্রেসবিজ্ঞপ্তিতে তিনি এ হুমকি প্রদান করেন। গত ৯ জানুয়ারি সন্ধ্যা ৭টায় এ ঘটনা ঘটে। দৈনিক যুগান্তরের সিলেট ব্যুরো রিপোর্টার ও একুশে টিভি’র সিলেট প্রতিনিধি সংগ্রাম সিংহকে অপহরণ করে নেয় বাবলুর নেতৃত্বে একদল দুর্বৃত্ত। অ্যাডভোকেট মাওলানা আব্দুর রকিবের চালিবন্দরস্থ সমতা ৪১/১ বাসায় আটকে রেখে মারধর করে গুরুতর আহত করে। এসময় অ্যাডভোকেট আব্দুর রকিবও বাসায় উপস্থিত ছিলেন। খবর পেয়ে স্থানীয় সাংবাদিকরা তাকে উদ্ধার করতে গেলে অ্যাডভোকেট আব্দুর রকিব তাদেরকে নানা হুমকি-ধমকি দেন এবং ভুয়া সাংবাদিক আখ্যায়িত করে সংগ্রাম সিংহকে পুলিশে দেয়ার চেষ্টা করেন। পরে সাংবাদিকদের চাপের মুখে সংগ্রাম সিংহকে ছেঁড়ে দিতে বাধ্য হন। এ ঘটনায় সিলেট কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন সাংবাদিক সংগ্রাম সিংহ। মামলা নম্বর-৩৭(১)০৯। মামলার তদন্তভার দেয়া হয় থানার এসআই মোহাম্মদ ইলিয়াসকে। গত সোমবার রাতে অভিযান চালিয়ে পুলিশ সোহেল ও সেলিমকে গ্রেফতার করলেও এজাহারভূক্ত কোন আসামিকে গতকাল সন্ধ্যা পর্যন্ত গ্রেফতার করতে পারেনি। ফলে সিলেটের সাংবাদিকসহ সর্বমহলে বিরাজ করছে চরম ােভ। উলেখ মামলার এজাহারভূক্ত ২নং আসামি আহমেদ ওবায়দুর রহমান ফাহমি অ্যাডভোকেট মাওলানা আব্দুর রকিবের পুত্র ও ঘটনার মূলহোতা বাবলু তাঁর ঘনিষ্ট আত্মীয়।

No comments:

Post a Comment