Monday, January 12, 2009

৩ দিনের মধ্যে সাংবাদিক নির্যাতনের আসামী গ্রেফতারে মেয়রের নিশ্চয়তায় ইমজার কর্মসূচী স্থগিত

একুশে টেলিভিশনের সিলেট প্রতিনিধি এবং যুগান্তরের সিনিয়র রিপোর্টার সংগ্রাম সিংহের উপর হামলাকারীদের আগামী ৩দিনের মধ্যে গ্রেপ্তারের ব্যাপারে পুলিশ প্রশাসনের কার্যকরী পদক্ষেপ গ্রহনে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের নিশ্চয়তার প্রেক্ষিতে ইমজা’র শনিবার রাতের গৃহীত কর্মসূচী স্থগিত করা হয়েছে।

গতকাল রোববার রাত ১২টায় এটিএন বাংলার সিলেট অফিসে ইমজা’র কর্মকর্তারা সাংবাদিক সংগ্রাম সিংহকে অপহরণ, নির্যাতন, মালামাল লুটের মামলায় আসামীদের গ্রেফতারে পুলিশের রহস্যজনক ভুমিকার প্রতিবাদে এক বৈঠকে মিলিত হন। ইমজা’র কর্মসূচী সম্পর্কে অবগত হয়ে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বদর উদ্দিন আহমদ কামরান বৈঠকে উপস্থিত হয়ে সামগ্রীক বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন। তিনি সাংবাদিক সংগ্রাম সিংহের উপর ন্যক্কারজনক হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেন। ইমজার দাবির প্রেক্ষিতে তিনি আগামী ৭২ ঘন্টার মধ্যে দোষীদের গ্রেফতার এর নিশ্চয়তা দেন। মেয়রের আশ্বাসের প্রেক্ষিতে ইমজা’র পূর্ব ঘোষিত কর্মসূচী স্থাগিত করা হয়। এই বৈঠকে ভোরের কাগজের সিনিয়র রিপোর্টার ইখতিয়ার উদ্দিন, ইমজার কর্মকর্তাদের মধ্যে সংগঠনের সভাপতি মঈনুল হক বুলবুল, সংগঠনের সাধারণ সম্পাদক ও চ্যানেল ওয়ানের রিপোর্টার মাহবুবুর রহমান রিপন, সংগঠনের কোষাধ্যক্ষ বৈশাখী টেলিভিশনের স্টাফ রিপোর্টার শাহাব উদ্দিন শিহাব, সংগঠনের সাবেক সভাপতি ও চ্যানেল আই এর সিলেট প্রতিনিধি আল-আজাদ, বাংলা টিভি ইউকে এর ব্যুরো প্রধান আব্দুল মালিক জাকা, এটিএন বাংলার স্টাফ রিপোর্টার শাহ মুজিবুর রহমান জকন, বাংলা ভিশনের প্রতিনিধি এমদাদ হোসেন চৌধুরী দিপু, দেশ টিভির বিভাগীয় প্রতিনিধি বাপ্পা ঘোষ চৌধুরী, ইনএনজি ক্যামেরাম্যান এসোসিয়েশনের সভাপতি এস সুটন সিংহ, সাধারণ সম্পাদক আনিস রহমান, এটিএন বাংলার ক্যামেরাম্যান ইকবাল মুন্সি, দিগন্ত টেলিভিশনের ক্যামেরাম্যান হোসাইন শাহীদ, ইটিভির ক্যামেরাম্যান আশকার আমিন রাব্বী উপস্থিত ছিলেন।

No comments:

Post a Comment