Saturday, January 24, 2009

সিলেটে সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে ।। জনমনে শংকা


ফখরুল ইসলাম | সিলেট অফিস

বিভাগীয় নগরী সিলেটে সন্ত্রাস, রাহাজানি, ছিনতাই, চাঁদাবাজি, জমি দখল, মাদক ব্যবসাসহ নানা অপকর্মের সাথে জড়িত দুর্বৃত্তরা আবার ফিরে আসছে। রাজনৈতিক সরকার ক্ষমতায় আসায় দুর্র্বৃত্তরা রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় পাওয়ার চেষ্টা করছে। তত্ত্বাবধায়ক সরকারের শেষ মুহূর্ত থেকে শুরু করে গত প্রায় দুই সপ্তাহে সিলেটে একাধিক ছিনতাই ও অপহরণের ঘটনা ঘটেছে। একজন সাংবাদিককে অপহরণ করে নির্যাতন করেছে ছাত্রদল ক্যাডাররা। সিলেট নগরীতে নিয়ে আসার পথে কোটি টাকার হেরোইনের চালান ধরা পড়েছে। এসব ঘটনায় জনমনে পুরনো শংকা জাগতে শুরু করেছে। কারণ ওয়ান ইলেভেনের আগে তিনটি রাজনৈতিক সরকারের আমলেই সিলেটবাসী সন্ত্রাসীদের দাপট দেখেছেন। রাজপথে অস্ত্রের মহড়া হয়েছে। কলেজ-বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনেক তরুণের লাশ পড়েছে। ছিনতাই, চাঁদাবাজি, জমি দখল, মাদক ব্যবসা সবই হয়েছে। ক্ষমতাসীন দলের আশ্রয়-প্রশ্রয়ে থেকে সন্ত্রাসীরা নির্বিঘেœ অপকর্ম করেছে। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে গত প্রায় দুই বছর এসকল দুর্বৃত্ত অনেকটা গা-ঢাকা দিয়েছিল। এখন সিলেটবাসী চান পুরনো আতংকের দিন যেনো আর ফিরে না আসে। এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ডেপুটি কমিশনার ইসরাইল হাওলাদার গতকাল রবিবার ইত্তেফাককে বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি গত দুই বছর যেরকম ছিল, এখনো সেরকমই থাকবে। অপরাধীরা মাথাচাড়া দিয়ে উঠার ন্যূনতম কোন সুযোগ পাবে না। কঠোর হস্তে সবকিছু নিয়ন্ত্রণ করা হবে। দুর্বৃত্তরা সক্রিয় হচ্ছে- একথার সাথে দ্বিমত পোষণ করে তিনি বলেন, বিচ্ছিন্নভাবে যে দুই-একটি ঘটনা ঘটছে পুলিশ তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে।

সদ্য সমাপ্ত সংসদ নির্বাচনের পর সিলেট জেলার মধ্যে সিলেট-২ নির্বাচনী এলাকার বালাগঞ্জ ও বিশ্বনাথে নির্বাচনোত্তর কিছু সহিংসতার ঘটনা ঘটেছে। অন্যদিকে গত শুক্রবার রাতে সিলেট নগরীর চালিবন্দর এলাকায় দৈনিক যুগান্তরের রিপোর্টার ও ইটিভির সিলেট প্রতিনিধি সংগ্রাম সিংহকে অপরহণ করে পিটিয়ে আহত করেছে ছাত্রদল ক্যাডাররা। তারা সংগ্রাম সিংহের কাছ থেকে নগদ ১০ হাজার টাকা ও একটি মোবাইল ফোনও ছিনিয়ে নেয়। এব্যাপারে বাবুল, ফাহমি, মাছুম ও শরিফসহ আরো অজ্ঞাত ৪-৫ জন দুর্বৃত্তকে আসামী করে সংগ্রাম সিংহ কতোয়ালি থানায় মামলা করলেও গতকাল সন্ধ্যা পর্যন্ত কোন আসামী গ্রেফতার হয়নি। এ কারণে সিলেটের সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ-অসন্তোষ বিরাজ করছে। হামলাকারীদের গ্রেফতারের দাবিতে গতকাল দুপুরে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন সাংবাদিকরা। এছাড়া আসামীদের গ্রেফতারের দাবিতে সকালে সিলেট প্রেসকাবে জরুরি সভা হয়েছে। গত বুধবার রাতে নগরীর আম্বরখানায় ব্যবসায়ি কল্যাণ সমিতির সহ-সভাপতি মাসুক মিয়াকে সন্ত্রাসীরা দা দিয়ে কুপিয়ে আহত করে। একইদিন দুপুরে নগরীর সুবিদবাজারে কাজিরবাজার মাদ্রাসার শিক্ষক এমদাদুল আমিন চৌধুরীর কাছ থেকে ৫ হাজার টাকা ও একটি মোবাইল ফোন সেট ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। গত মঙ্গলবার নগরীর দর্শন দেউড়ীর নিজ বাসা থেকে যুক্তরাজ্য প্রবাসী বৃদ্ধ গিয়াস উদ্দিন (৬০) অপহৃত হন। অপহরণের প্রায় ১২ ঘন্টার মাথায় পুলিশ তাকে উদ্ধার করে এবং ঘটনার সাথে জড়িত ৬ জনকে গ্রেফতার করে। নগরীর অভিজাত আবাসিক এলাকা শাহজালাল উপশহরে গত দুই সপ্তাহে ৫টি ছিনতাইর ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা এক স্কুল ছাত্রীর গলার স্বর্নের চেইন, এক লন্ডন প্রবাসীর ২০ হাজার টাকা ও মোবাইল ফোন সেট, আব্দুল মান্নান ও আব্দুল লতিফ নামের আরো দুইজনের দুইটি মোবাইল ফোন সেট ছিনিয়ে নেয়। উপশহর এলাকার কাউন্সিলর সালেহ আহমদ সেলিম এসব ছিনতাইর ঘটনার কথা স্বীকার করে এব্যাপারে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।এদিকে গত বৃহস্পতিবার রাতে শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে করে প্রায় এক কোটি টাকা মূল্যের এক কেজি হেরোইন দিনাজপুর থেকে সিলেট নগরীতে নিয়ে আসার পথে বিডিআরের হাতে ধরা পড়েছে। দক্ষিণ সুরমা এলাকায় বাসে তল্লাশি চালিয়ে বিডিআর এই হেরোইনের চালান আটক করে। তবে হেরোইন সিলেটে নিয়ে আসার সাথে জড়িত কেউ গ্রেফতার হয়নি।

No comments:

Post a Comment